নোবিপ্রবির স্নাতক  (সম্মান) শ্রেণির  ভর্তি পরীক্ষা উপলক্ষে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি ॥

নোয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন  ভিসি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান, নোবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম (পিপিএম), নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল।

সভায় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন,  নোবিপ্রবি শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, আইআইএস’র পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা ডিজিএফআই’র উপ-পরিচালক, জেলা এনএসআই’র উপ-পরিচালক, সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা, সুধারাম মডেল থানার ওসি, নোয়াখালী ইউনিয়ন পরিষদ ও এওজবালিয়া ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় নোবিপ্রবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ¯স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের বিষয়ে সার্বিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিতভাবে আগামী ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের, ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ

164 thoughts on “ নোবিপ্রবির স্নাতক  (সম্মান) শ্রেণির  ভর্তি পরীক্ষা উপলক্ষে মতবিনিময়”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮