নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের করোনাকালীন সংকটে আংশিক বাসাভাড়া সমস্যার সমাধানকল্পে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত আংশিক ভাড়া বাসা মালিকের কাছে হস্তান্তর করেন। এ উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন ও প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
এ সময় ভিসি বাসার মালিকপক্ষসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোভিড-১৯’র এ সংকটে সবাইকে ধৈর্যধারণের আহ্বান জানিয়ে বলেন, এ সংকট আজীবন থাকবে না, খুব শিগগিরই আমরা সুস্থ-স্বাভাবিক জীবনে পদার্পণ করবো। কোভিডকালে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের করোনাকালীন সংকটে আংশিক বাসাভাড়া সংক্রান্ত বিষয়ে গঠিত কমিটির আহŸায়ক ও নোবিপ্রবি কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল, সদস্য আইন বিভাগের সহকারী অধ্যাপক বাদশা মিয়া এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর শাখা কর্মকর্তা রায়হান কায়সার হাশেম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।