নোবিপ্রবি শিক্ষক অর্পিতা রায়ের মৃত্যুতে প্রার্থনা সভা

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায়ের মৃত্যুতে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার নোবিপ্রবির কেন্দ্রিয় উপাসানালয়ের আয়োজনে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) বিপ্লব মল্লিক এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন নোবিপ্রবি  প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. দিব্যদ্যুতি সরকার, আইআইএস এর পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ মজনুর রহমান, ভাষা শহিদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. মো. আনিসুজ্জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিন, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন।

আলোচনা সভায় নোবিপ্রবির প্রো-ভিসি  অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, “অর্পিতা রায়ের মৃত্যুতে আমরা একজন ভালো মনের মানুষ এবং একই সাথে একজন মেধাবী শিক্ষককে হারালাম। বেঁচে থাকলে তিনি দেশ এবং জাতিকে অনেক কিছু দিতে পারতেন। তা থেকে বঞ্চিত হল দেশ”।  আলোচকরা সকলে মেধাবী শিক্ষক  অর্পিতা রায়ের অকাল মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করেন ।  আলোচনা সভা শেষে  অর্পিতা রায়ের আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এসময়  উপস্থিত ছিলেন অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবগণ

প্রসঙ্গত, নোবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায় রবিবার (১২ সেপ্টেম্বর ২০২১) নিউজিল্যান্ডে পিএইচডিরত অবস্থায় আকস্মিক মৃত্যুবরণ করেন। তিনি ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অটোগা’তে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। ২০১৪ সালে তিনি নোবিপ্রবির শিক্ষক হিসেবে যোগদান করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের  জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের  শাখা কর্মকর্তা রাহয়ান কায়সার হাশেম।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১