বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীলদলের পুর্নাঙ্গ প্যানেল নির্বাচিত হয়েছে। গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। নির্বাচনে নীলদলের প্রার্থী ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক সাইফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীলদলের প্রার্থীদের নির্বাচিত ঘোষনা করা হয়।
নির্বাচিতরা হলেন,সভাপতি শিক্ষা বিভাগের অধ্যাপক ড. বিপ্লব মল্লিক,সহ-সভাপতি ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান ও কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাওসার হোসেন, সাধারণ সম্পাদক ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড.মোঃ আনিসুজ্জামান, যুগ্ম-সাধারণসম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুহাইমিনুল ইসলাম সেলিম ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানা রহমান,কোষাধ্যক্ষ পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইফতেখার পারভেজ, প্রচার সম্পাদক ওশোনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুস সাকিব খান,শিক্ষা ও গবেষণাসম্পাদক ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপকড. মোহাম্মদ মহিনুজ্জামান,ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিএমএস বিভাগের সহকারী অধ্যাপকমোঃ শাহিন কাদির ভূঁইয়া।
সদস্যরা হলেন,কৃষি বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঞা, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শেখ মারুফা নাবিলা,আইআইটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইফতেখারুল আলম ইফাত, বিএমবি বিভাগের প্রভাষক মোহাম্মদ আসাদুজ্জামান ও ইংরেজি বিভাগের প্রভাষক হুমায়রা সুলতানা।
নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. বিপ্লব মল্লিক ও সাধারণ সম্পাদক ড.মোঃ আনিসুজ্জামান
- সুবর্ণ প্রভাত
- ডিসেম্বর ১৮, ২০২৩
- ৯:১০ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
