নোয়াখলী-২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ২ জনকে জরিমানা

সোনাইমুড়ী প্রতিনিধিঃ আচরণবিধি লঙ্ঘন করে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এমপি মোরশেদ আলমের দুই সমর্থকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়ের পরে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
আজ শুক্রবার (৫ জানুয়ারী) বিকেলে সেনবাগ পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়, সেনবাগ পৌরবাজারে নির্বাচনী বিধিনিষেধ অমান্য করে নৌকার প্রার্থী মোরশেদ আলমের সমর্থক আবু শোয়েবের নেতৃত্বে লিফলেট বিতরণের অভিযোগ পেয়ে অভিযান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আবু শোয়েবকে না পেয়ে সেখানে তার সহযোগী উপজেলার কাবিলপুর গ্রামের শামসুল আলমের ছেলে রবিউল আলমকে (২৭) ও ডোম্মা কান্দি এলাকার জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ ইবনে কাউসারকে নৌকা প্রতীকের প্রার্থীর লিফলেট বিতরণ করা অবস্থায় হাতেনাতে আটক করে এবং ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রার্থীর লিফলেট বিতরণ ও প্রচারণামূলক টি-শার্ট পরে ঘুরে বেড়ানোয় বিধিমালা ২০০৮ এর ১০ ধারা লঙ্ঘন করায় ১৮ ধারা মোতাবেক জরিমানা এবং সতর্ক করা হয়।এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উপস্থিত ছিল।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮