নোয়াখাইল্যা ব্ল্যাক ডায়মন্ড দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি : ষাড়টির দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা।পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্য এবার নোয়াখালীর বড় হাটগুলো কাঁপাবে আবুধাবি প্রবাসি রফিকুল ইসলামের ৯০০ কেজি ওজনের “নোয়াখাইল্যা ব্ল্যাক ডায়মন্ড”। বিশাল আকৃতির কালো রঙের এ ব্ল্যাক ডায়মন্ডের লম্বা ৯ফুট, উচ্চতা সাড়ে ৫ ফুট।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বাকীপুর গ্রামের আবুধাবি প্রবাসী রফিকুল ইসলামের খামারে বড় হয়েছে নোয়াখাইল্যা ব্ল্যাক ডায়মন্ড নামের বিশাল আকৃতির এই ষাড়টির।
প্রবাসী রফিকুল ইসলাম জানান, আমি শখের বসেই দীর্ঘ সাড়ে চার বছর ধরে আদর -যত্ন করে করেই গরুটিকে লালন পালন করছি। গরুটিকে মোটা তাজা করার জন্য আমি কোন ইনজেকশন কিংবা কোনো রাসায়নিক ব্যবহার করিনি। আমি ক্রেতাদের সাথে চ্যালেঞ্জ করে বলছি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমি গরুটিকে বড় করেছি।
এ দিকে জেলার কোরবানীর পশুর বাজারে শুরুতে গরু-ছাগলের সরবরাহের তুৃলনায় দাম অনেক বেশী। অনেক ক্রেতা সাধারন জানিয়েছেন গত কোরবানীতে যে গরু দাম ছিল ৭০-৮০ হাজার টাকা,সে গরু এখন ১ লাখ থেকে ১ লাখ ৩০ হাজার ও ১ লাখ ১০ হাজার টাকার গরু ১ লাখ ৭০-৮০ হাজার টাকা হাঁকাচ্ছে। ছাগলের দামও দ্বিগুন হাঁকাচ্ছে বিক্রেতারা । এতে ক্রেতারা হতাশার মধ্যে রয়েছেন। ক্রেতা সাধারণ আশায় বুক বেঁধে আছে সামনের বাজার গুলোতে পশুর সরবরাহ আরও বাড়বে দামও কমবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১