নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি ও পরিচালক রাফাত মজুমদার রিং সহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টার দিকে নোয়াখালী জেলা বারের সদস্য আইনজীবী কাউসার উল জিহাদ মামলার আবেদন করেন।
আদালতে মামলার আবেদনটি শুনানী হলেও তাৎক্ষনিক আদালতের বিচারক মো. জাকির হোসাইন আজ কোন আদেশ দেননি।
রাতে বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মো, মনিরুজ্জামান বলেন, আদালত বলেছেন আইন কানুন পর্যালোচনার পর পরবর্তীতে আদেশ দেওয়া হবে।
জানা যায়, ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক ফারহান আহমেদ জোভান অভিনীত ‘রূপান্তর’ নাটক সমালোচনার শেষ প্রান্তে। নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোভান ও প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম ও সমাপ্তি মাসুক। নাটকটি নিয়ে আরৈাচনা সমালোচনার ঝড় উঠে।
নোয়াখালীতে অভিনেতা জোভান- সামিরা মাহিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- সুবর্ণ প্রভাত
- এপ্রিল ২২, ২০২৪
- ৭:২০ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত