নোয়াখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ
‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার ’প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার ৮ আগস্ট সকালে নোয়াখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেবের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এইচ তাসফিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নোয়াখালীর সহকারী পরিচালক মো. আবদুল মালেক।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, অনেক ছেলে মেয়ে আছে পড়তে জানে না ।কিন্তু তারা প্রযুক্তিতে অনেকে এগিয়ে থাকায় অনলাইনে লিখতে পারে এবং অনলাইনে আয় রোজগার করতে পারছে। আগে সাক্ষর দিতে জানলে তাকে মানুষ সাক্ষরতা জানতো বলে ধরে নিতো কিন্তু বর্তমানে অনেকেই আছেন যারা ডিজিটাল জ্ঞান সম্পর্কে কিছু জানেন না, তারাই নিরক্ষর। স্মার্ট বাংলাদেশ গড়তে সাক্ষর জ্ঞান জানার পাশাপাশি কারিগরি জ্ঞান জানতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ইব্রাহিম খলিল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান নীলা, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন, অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দেবনাথ ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবদুল আউয়াল প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১