নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

নিজস্ব প্রতিনিধিঃ
‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদ্যাপিত হয়েছে।
আজ শনিবার (৪ নভেম্বর) সকালে সুধারাম মডেল থানার সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

এসময় নোয়াখালীর পুলিশ সুপার, মো:শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন চৌধুরী জেহান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যনন্দন দাস, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ্, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আবু নাছের মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষেরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১