নোয়াখালীতে ক্রীড়া অফিসারের অপসারণ ও নতুন এডহক কমিটি গঠনের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী জেলা ক্রীড়া অফিসার মো. আলা উদ্দিনকে অপসারণ ও জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি গঠনের দাবীতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তারা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের সঙ্গে দেখা করেন।
এ সময় বক্তব্য রাখেন, ক্রীড়া সংগঠক সাজেদুল আলম দীপু, নুরুল আমিন খান, মাহমুদ হোসেন ও জসিম উদ্দিন বাবুসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন পর্যন্ত ক্রীড়া অফিসার মো. আলা উদ্দিন সরকারি অর্থ আত্মসাৎ করে আসছে। স্টেডিয়ামের জায়গা অন্যদের নামে বরাদ্দ দিচ্ছে। তার মনগড়া লোকজন দিয়ে ক্রীড়া সংস্থা পরিচালনা করে আসছে। এমন অবস্থায় তাকে অপসারণ করার দাবী জানিয়েছে তারা। একই সঙ্গে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নুতন আহ্বায়ক কমিটি গঠনের দাবী জানান। কমিটিতে প্রকৃত ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে দ্রুত একটি নির্বাচন দেওয়ারও দাবী জানান।

শেয়ার করুনঃ

3 thoughts on “নোয়াখালীতে ক্রীড়া অফিসারের অপসারণ ও নতুন এডহক কমিটি গঠনের দাবীতে মানববন্ধন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০