নোয়াখালীতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সভা ও আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিনিধিঃ গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা শিল্পলা একাডেমিতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
সভার মুল বিষয় উপস্থাপনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক, জেলার সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার , জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, সাংবাদিক ডা. বোরহানউদ্দিন, নাছিম শুভ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আরিফুল ইসলাম ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বনি আমিন প্রমুখ। সভায় শহীদ ও আহতদের পরিবারের কয়েক সদস্য তাদের স্বজন হারানোর ব্যথা ব্যক্ত করেন।
শেষে জেলা প্রশাসকসহ অতিথিরা সদর উপজেলায় পাঁচজন শহীদ ও ছয়জন আহতদের পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন। ।
এ স্মরণ সভায় আহত ও শহীদদের পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১