নিজস্ব প্রতিনিধি :নোয়াখালীতে গরীবের ডাক্তার খ্যাত সদ্য বদলীকৃত চিকিৎসক সৈয়দ মো. কামরুল হোসেন এর বদলী আদেশ বাতিল করে তাকে আগের পদে বহালের দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে সর্বস্তরের জনসাধারণ ব্যানারে জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ মো. কামরুল হোসেনকে গত ২৩ সেপ্টেম্বর হবিগঞ্জ মেডিকেল কলেজে বদলী করা হয়। কামরুল হোসেন নোয়াখালীতে সরকারি হাসপাতালে অনেক জটিল রোগের চিকিৎসা এবং সফল অস্ত্রপ্রচারের মাধ্যমে অসংখ্য অসহায় রোগীর পাশে দাাঁড়িয়েছেন। মানববন্ধনকারীরা অভিযোগ করেন তাঁর আকষ্মিক বদলীর ফলে গরীব, অসহায় রোগীদেরকে এখন ঢাকায় রেফার করা হচ্ছে।
এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ রোগীরা বড় ধরণের বিড়ম্বনার শিকার হচ্ছেন। মানববন্ধনে সৈয়দ মো. কামরুল হোসেনকে গরীবের চিকিৎক উল্লেখ করে অবিলম্বে তার বদলীর আদেশ বাতিল তাকে আগের কর্মস্থলে পুন:বহাল দাবি জানানো হয়।
নোয়াখালীতে গরীবের ডাক্তারকে ফিরিয়ে আনতে মানববন্ধন
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ৭, ২০২৪
- ৬:৩৩ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
•
ডিসেম্বর ১০, ২০২৪
সোনাইমুড়ীতে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন
•
ডিসেম্বর ১০, ২০২৪
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত