নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ : সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্সে শহর সমাজসেবা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ।
আলোচনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, শহর সমাজসেবা অফিসার মো: আব্দুল হামিদ, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নোয়াখালী পৌরসভার কাউন্সিল ওহিদ উল্যা পলাশ, নগদের কি একাউন্ট ম্যানেজার গাজী মারুফ রাফি।
বক্তাগণ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণে সমস্যাসমূহ তুলে ধরে সমাধানের সুপারিশ করা হয়।
সেমিনারে জিটুপি পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নোয়াখালীতে জিটুপি পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণ বিষয়ে সেমিনার
- সুবর্ণ প্রভাত
- জুন ১০, ২০২৪
- ২:০৭ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
1 thought on “নোয়াখালীতে জিটুপি পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণ বিষয়ে সেমিনার”
tipobet