নিজস্ব প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নোয়াখালী জেলা অফিসে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
হামলায় শিকার দৈনিক বাংলা ও অনলাইন পোর্টাল নিউজ বাংলার নোয়াখালী জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান বাবু বাদী হয়ে আজ রবিবার দুপুরে সুধারাম মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নোয়াখালী জেলা কার্যালয়ের স্টোর কিপার মিরাজ হোসেন ওরফে শান্তকে আসামি করা হয়েছে। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি ।
মামলার বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।
অভিযোগ থেকে জানাযায়, গত ১৬ অক্টোবর বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নোয়াখালী জেলা কার্যালয়ে উপ পরিচালক বরাবরে তথ্য চেয়ে আবেদন ফরম জমা দিতে যান সাংবাদিক মাহবুবুর রহমান ও দেশ টিভির জেলা প্রতিনিধি মাওলা রকিবুল আহসান সুজন। সেখানে উপপরিচালক (বীজ বিপণন) নুরুল আলমের সঙ্গে তার কক্ষে কথা বলার সময় ওই স্টোরকিপার মিরাজ হোসেন ওরফে শান্ত কক্ষে প্রবেশ করে হঠাৎ ভিডিও করা শুরু করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকেরা চাঁদা নিতে এসেছেন, এমন দাবি করে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাকে চিৎকার-চেঁচামেচি ও ভিডিও করা বন্ধ করতে বলা হলে মাহবুবুর রহমান বাবুকে কিলঘুষি দিতে শুরু করেন তিনি। এসময় দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাওলা জিয়াউল আহসান সুজনকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে মারধরের জন্য লাঠি নিতে মিরাজ কক্ষ থেকে বের হলে কক্ষে থাকা অপর সাংবাদিক সুজন দরজা বন্ধ করে দেন।
অন্যদিকে ঘটনার পরদিন ১৭ অক্টোবর ওই কার্যালয়ের উপ পরিচালক নুরুল আলম এঘটনার ব্যাখ্যা চেয়ে স্টোর কিপার মিরাজ হোসনকে একটি পত্র দেন। তাকে তিন কার্যদিবসের মধ্যে ‘এঘটনা কেন ঘটিয়েছেন’ মর্মে জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ২০, ২০২৪
- ৬:০৭ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
সোনাইমুড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন
•
ডিসেম্বর ১৪, ২০২৪
শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা
•
ডিসেম্বর ১৪, ২০২৪
সেনবাগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪
নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪
1 thought on “নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের”
AGEN SITUS SLOT GACOR SCATTER HITAM 2024 LINK DAFTAR/