নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেট এলাকার একটি প্রাইভেট হাসপাতালের সামনে ইয়াবা ট্যাবলেট বিক্রি কালে এরশাদ উল্যাহ (২৮) ও তার স্ত্রী নাজমা আক্তারকে (৩৯) গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস সুধারাম মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এরশাদ উল্য কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ার আলী আহাম্মদের ছেলে এবং তার স্ত্রী নাজমা আক্তার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্যাহের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত স্বামী ও স্ত্রী পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন জেলায় একাধিক মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নোয়াখালীতে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
- সুবর্ণ প্রভাত
- মার্চ ৫, ২০২৫
- ৩:০৬ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
