নোয়াখালীতে দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার

নিজস্ব প্রতিনিধিঃ”রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীকে নতুনভাবে চিনবে এবার বিশ্ব” এ শ্লোগানে নোয়াখালীতে এই প্রথম আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট”।

আজ বুধবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের শহিদ উদ্দিন এস্কেন্দার মিলনায়তনে এক মিট দ্য প্রেসের মাধ্যমে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে আয়োজক কমিটি।

খেলা পরিচালনা কমিটি’র মিডিয়া উপদেষ্টা হামিদ রনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে খেলার সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরেন, খেলা পরিচালনা কমিটির অন্যতম সমন্বয়ক সাইফুল ইসলাম বাপ্পি, দেলোয়ার হোসেন মাকসুদ। এসময় টিমের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নোয়াখালীতে এই ব্যতিক্রমধর্মী খেলাটি আগামী ৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় শুভ উদ্বোধন করা হবে। নোয়াখালীর কবিরহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়” মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে জেলার প্রশাসন ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

টুর্নামেন্টে সারাদেশ থেকে মোট ২৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করবে। যেখানে দেশসেরা বাঁচাই করা ক্রিকেট খেলোয়াড়রা ব্যাট হাঁকিয়ে তাদের দারুণ নৈপুণ্য দেখাবেন। এর পাশাপাশি খেলাটি প্রফেশনাল তথ্য প্রযুক্তির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। খেলার পাশাপাশি নোয়াখালী জেলাকে বিশ্বব্যাপী তুলে ধরা অন্যতম উদ্দেশ্য।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিক মাসুদ পারভেজ, ইকবাল হোসেন মজনু, ফয়জুল ইসলাম জাহান, মো. সোহেল, জুয়েল রানা লিটন, সাইফুর রহমান রাসেল, হাসিব আল আমিনসহ জেলার অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮