নিজস্ব প্রতিনিধিঃআছিয়াসহ দেশব্যাপী, নারী ও শিশু নির্যাতন, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্ক্ষিার্থী, নারী জোট, সমাজকর্মীরা।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা নারী অধিকার জোটের সভানেত্রী লায়লা পারভীন, শিক্ষার্থী নাহিদা সুলতানা ইতু, উম্মে হাবিবা রুহি, সুমাইয়া আক্তার প্রমুখ
বক্তরা সাম্প্রতিক সময়ের নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি সহিংসতা বাড়ছে। কিন্তু বিচার না হওয়ায় অপরাধীরা আরও সাহস পাচ্ছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা দ্রুত এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ।
নোয়াখালীতে নারী ও শিশুদের নির্যাতনে বিক্ষোভ ও সমাবেশ
- সুবর্ণ প্রভাত
- মার্চ ১১, ২০২৫
- ৩:০৬ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
