নোয়াখালীতে পুলিশকে ফাঁকি দিয়ে রোহিঙ্গা কিশোরী উধাও

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে খতিজা মুন্নি (১৫) নামের এক রোহিঙ্গা কিশোরী উধাও হয়েছে। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের রোহিঙ্গা ইউনিট সে পালিয়েছে । পালিয়ে যাওয়া কিশোরীর নাম খতিজা মুন্নি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ১২নং ক্লাস্টারের আবুল কালামের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, হাসপাতাল থেকে একজন রোহিঙ্গা কিশোরী পালিয়ে যাওয়ার বিষয়টি হাসপাতাল থেকে আমাকে জানানো হয়। আমাদের কাজ হচ্ছে চিকিৎসা দেওয়া। রোহিঙ্গা কিশোরীকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশের। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
একাধিক সূত্রে জানা যায়, রিয়াজুর রশিদ ওরফে নয়ন (২৭) নামের এক পুলিশ কনস্টেবল ভাসানচর থানায় কর্মরত ছিলেন। ওই সময় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের কিশোরী খতিজার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অনেক দিন ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে। অভিযোগ রয়েছে, কনস্টেবল নয়ন ভাসানচরে দায়িত্বে থাকাকালীন নারীদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার পাশাপাশি মদ, গাঁজা সেবন করে নেশাগ্রস্ত ছিল। এক মাস আগে নয়নকে ভাসানচর থানা থেকে ক্লোজ করে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। গত বৃহস্পতিবার থেকে নয়নকে নোয়াখালী পুলিশ লাইন রোল কলে পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পুলিশ কনস্টেবল রিয়াজুর রশিদ ওরফে নয়ন কাজে অনুপস্থিত রয়েছে। তার বিরুদ্ধে সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে ও কিশোরীকে খোঁজা হচ্ছে। রোহিঙ্গা কিশোরীর সাথে প্রেমেরসম্পর্কের বিষয়টি জানার পর খেঁজ খবর নেওয়া হচ্ছে। তবে ওই কিশোরী নিখোঁজের বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি ।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১