নোয়াখালীতে ফের বন্যা পরিস্থিতির অবনতি,বেড়েছে বানভাসি মানুষের দুর্ভোগ

সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃগত দুদিনের টানা বৃষ্টির ফলে নোয়াখালীতে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে জেলার ৮টি উপজেলায় বন্যার পানি বেড়েছে। গত কয়েক দিন ধরে জেলার বন্যা কবলিত এলাকগুলো থেকে ধীর গতিতে পানি কমতে থাকলে বন্যা পরিস্থিতির আনেকটা উন্নতি হয়েছে। তবে গত ২০ দিন ধরে জেলার সদর, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল ও কবিরহাট উপজেলার অধিকাংশ এলাকায় বন্যার পানি জলবন্ধতায় রুপ নেয়। এই অবস্থায় গতকাল শুক্রবার ও আজ শনিবার আবারো টানা বৃষ্টিতে ৩-৪ ফুট পানি বেড়ে রাস্তাঘাট ডুবেছে এবং বানভাসি মানুষের দুর্ভোগ বেড়েছে দিয়েছে।

কিছু এলাকায় ঝড়ে আবহাওয়ার কারনে কাাঁচাঘর ও গাছ পালা উপড়ে পড়ে।
এর সাথে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং। জেলা শহরের অনেক এলাকায় ১৫ -২০ঘন্টায় ও বিদুৎ পাওয়া যায় না। গ্রামের অবস্থা আরো করুন।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানাযায়, শুক্রবার দুপুর ১২টা থেকে গতকাল বিকাল ৩টা পর্যন্ত জেলায় ১২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্মচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এতে এখানকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
জেলা প্রশাসনের হিসেব মতে এখনো পানিবন্দি রয়েছে ১১ লাখ ৫৫হাজার ৩০০জন মানুষ। ৩৪৯টি আশ্রয়কেন্দ্রে ৩৮হাজার ২২১জন মানুষ অবস্থান করছেন। বন্যায় এ পর্যন্ত ১১জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১