নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহনির্মান সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০টি হতদরিদ্র পরিবারকে পুর্নবাসনের লক্ষ্যে গৃহনির্মান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার হরিনারায়নপুরে বেসরকারি আর্ন্তজার্তিক সংস্থা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে এই গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপকারভোগীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেইবারস বাংলাদেশের এডুকেশন এন্ড হেলথ ইউনিটের ডিরেক্টর মি.আনন্দ কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখিনুর জাহান নীলা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুর রহমান।
উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ প্রমুখ ।
জানাযায়,সদর উপজেলার অশ্বদিয়া ও নেয়াজপুর এবং বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে এ গৃহনির্মান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ১ হাজার ১৫০ পিস ইট, ৭৫ সিএফটি বালু, ১০ ব্যাগ সিমেন্ট, ৮ টি খুটি এবং ১০ হাজার টাকা দেওয়া হয়।

শেয়ার করুনঃ

1 thought on “নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহনির্মান সামগ্রী বিতরণ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮