নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০টি হতদরিদ্র পরিবারকে পুর্নবাসনের লক্ষ্যে গৃহনির্মান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার হরিনারায়নপুরে বেসরকারি আর্ন্তজার্তিক সংস্থা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে এই গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপকারভোগীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেইবারস বাংলাদেশের এডুকেশন এন্ড হেলথ ইউনিটের ডিরেক্টর মি.আনন্দ কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখিনুর জাহান নীলা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুর রহমান।
উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ প্রমুখ ।
জানাযায়,সদর উপজেলার অশ্বদিয়া ও নেয়াজপুর এবং বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে এ গৃহনির্মান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ১ হাজার ১৫০ পিস ইট, ৭৫ সিএফটি বালু, ১০ ব্যাগ সিমেন্ট, ৮ টি খুটি এবং ১০ হাজার টাকা দেওয়া হয়।
নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহনির্মান সামগ্রী বিতরণ
- সুবর্ণ প্রভাত
- ডিসেম্বর ৪, ২০২৪
- ৩:২০ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত

1 thought on “নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহনির্মান সামগ্রী বিতরণ”
Rely on BWER Company for superior weighbridge solutions in Iraq, offering advanced designs, unmatched precision, and tailored services for diverse industrial applications.