নোয়াখালীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের আইনজীবীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাপুর থেকে বিভিন্ন রুটে যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে সাধারণ যাত্রীদের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন জজ কোর্টের এক সিনিয়র আইনজীবী মো. সামসুল ফারুক ।
আজ বুধবার বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আইনজীবী মো. সামসুল ফারুক বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-কুমিল্লা-চৌমুহনী রুটে অনেক যাত্রীবাহী বাস চলাচল করে। সোনাপুর থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৪৪৯ টাকা, অথচ নেওয়া হচ্ছে ৫০০ টাকা। একইসঙ্গে যাত্রীদের নানাভাবে হয়রানি করছে পরিবহনগুলো।
এ বিষয়ে ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জেলা প্রশাসক,পুলিশ সুপার, বিআরটিএ, ভোক্তা অধিকার ও বাস মালিক সমিতিকে ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি। এ সময়ের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে ডিসি খন্দকার ইশতিয়াক আহমদ বলেন, লিখিত অভিযোগ পেলে ভোক্তা অধিকারের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

1 thought on “নোয়াখালীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের আইনজীবীর সংবাদ সম্মেলন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১