নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিএনপির এক পক্ষের সাবঠিকাদারি(সাব কন্ট্রাকক্টর) কাজে বাধা, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অন্য পক্ষের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পথচারী ও সাংবাদিকসহ কমপক্ষে ৫জন আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে হামলার এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের লক্ষ্য করে ও নোয়াখালী প্রেসক্লাব ভবনে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। প্রেস ক্লাবের সামনের সড়কে থাকা একটি যাত্রীবাহী মাইক্রোবাসও ভাঙচুর করে তারা। এ সময় হামলাকীদের বাধা দিলে দেশ টিভির নোয়াখালী প্রতিনিধি মাওলা সুজনকে দেখিয়ে নেওয়ার হুমকি দেয় ।
জানাযায়, নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছের ও তার সমর্থকদের বিরুদ্ধে বিএনপি নেতা আবদুল করিম মুক্তার সাবঠিকাদারি কাজে বাধা, এক্সকাভেটর মেশিন ভাঙচুর ও শ্রমিকদের কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলার শেষ মুহূর্তে হঠাৎ করে শহর বিএনপির সভাপতি আবু নাছেরের ছোট ভাই জুয়েলের নেতৃত্বে ২০-২৫ জন লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে মানববন্ধনে হামলা চালায়। এ সময় হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে পথচারী সাংবাদিকসহ কমপক্ষে ৫জন আহত হয় ও একটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটে। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ও সেনবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
মানববন্ধনের আয়োজক বিএনপি নেতা আবদুল করিম মুক্তা অভিযোগ করে বলেন, ‘আবু নাছেরের লোকজন মঙ্গলবার আমার কাজের লোকজনের ওপর হামলা করে তাদের আহত করে। আমার মাটি কাটার মেশিন ভাঙচুর করে। এ ঘটনায় আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছি । আজ এর প্রতিবাদে আমার মানববন্ধনেও তারা হামলা চালায় । আমি এর বিচার চাই।’
এ ঘটনা সম্পর্কে শহর বিএনপির সভাপতি আবু নাছের বলেন, ‘ঠিকাদারি কাজে বাধা, হামলা-ভাঙচুর এবং মানববন্ধনে হামলার বিষয়ে আমি কোনোটাই জানি না। সাংবাদিকদের উপর যারা হামলা করেছে তা চরম অন্যায় ও নিন্দানীয় । আমার ভাই সেখানে উপস্থিত ছিল কিনা তা আমার জানা নেই। বিষয়টি আমি খোঁজ নিচ্ছি এবং ব্যবস্থা নেব।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন’ খববর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অন্য পক্ষের হামলা, আহত-৫
- সুবর্ণ প্রভাত
- জানুয়ারি ২২, ২০২৫
- ৬:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
