নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

প্রতীকি ছবি

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর মিষ্টি বিতরণকে কেন্দ্র করে গতকাল রোববার রাত ৯টা দিকে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফার হাটবাজারে দলের দুটি গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের ৪ জন আহত হন। আহতদের মধ্যে মোহাম্মদ ইউসুফ (৩৫) নামের একজনকে রাতে জেলা সদরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে জেলা শহর মাইজদী থেকে সেনা বাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির ঘোষণা পর রাতে খলিফার হাট বাজারে মিষ্টি বিতরণ করে বিএনপির নেতা-কর্মীরা। মিষ্টি বিতরণ নিয়ে উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে পাল্টাপাল্টি ধাওয়া,ইটপাটকেল নিক্ষেপ, সংঘর্ষ ও ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বাজারের দুটি দোকান ও মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। বাজারের আতঙ্ক ছড়িয়ে পড়েও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
এ ঘটনা সম্পর্কে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর মিষ্টি বিতরণ করা নিয়ে খলিফার হাট বাজারে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ হয়। এঘটনায় কয়েকজন আহত হন এবং দুইটি দোকানের সামান্য ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত দোকানীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮