নোয়াখালীতে বেতন বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর জেলা শহর মাইজদীর হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থীরসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বেতন বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ ,মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে। আজ রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে মানববন্ধন ও সমাবে করে। এই সময় স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের দাবির সমর্থনে সংগতি প্রকাশ করেন।
শিক্ষার্থীরা জানান, দীঘ দিন থেকে স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন অনিয়মের মাধ্যমে স্কুল পরিচালনা করছে। নোয়াখালী সরকারি জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাসিক বেতন ১০ থেকে ১৫ টাকা নেয়া হলেও হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগন নিজেদের ইচ্ছা মতে মাসে ৬ থেকে ৭শত টাকা বেতন নেন। তারা এই বেতন বৈষম্যর প্রতিবাদ জানিয়ে স্কুল গুলোকে সমতার ভিত্তিতে বেতন নেওয়ার দাবি জানান। একই সাথে স্কুলগুলাকে জাতীয়করণেরও দাবী করেন তারা। এই সময় নোয়াখালী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১