নোয়াখালীতে ভারী বর্ষনে আবারও ডুবেছে রাস্তা-ঘাট,বাসা-বাড়ি

সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃঅভিরাম ভারী বর্ষনে আবারও পানিতে ডুবেছে জেলা শহর মাইজদীসহ জেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট ও বাসা-বাড়ি । এর আগে বন্যা পানি জলবদ্ধ হয়ে থাকায় ৪টি উপজেলায় এখনও ১২ লাখ মানুষ পানিবন্দি হয়ে গত দেড় মাস ধরে অসহনীয় দূর্ভোগের মধ্যে রয়েছে। তার উপর গত দুইদিন ধরে মাঝারি ও ভারী বর্ষনে জেলায় আবারও বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার দুপুর ৩টা থেকে আজ শনিবার দুপুর ৩টা পর্যন্ত ১২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জেলা প্রশাসক কার্যালয়,পুলিশ সুপার কার্যালয়, জেলা জজ আদালত, প্রেসক্লাব, প্লেট রোডসহ শহর ও উপজেলার বিভিন্ন সড়ক । পানি ঢুকেছে শহরের লক্ষ্মীনারায়ণপুর, হরিণারায়ণপুর,গুপতাংক, পশ্চিম মাইজদী, আনসার ক্যম্প ও পুলিশ ট্রেনিং সেন্টার এলাকাসহ শহরতলীর নিম্মাঞ্চলের বাসাবাড়ি ও দোকানপাটে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান বলেন, টানা বৃষ্টিতে আবার বন্যা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বেগমগঞ্জ উপজেলায় প্রায় আড়াই হাজার মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন। ওই উপজেলার কিছু এলাকার বাড়ি থেকে পানি না নামায় বাসিন্দারা বাড়ি ফিরতে পারছেন না।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১