নোয়াখালীতে ভূমিসেবা সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিনিধিঃ “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার ( ৮ জুন) থেকে শুরু হয়েছে “ভূমিসেবা সপ্তাহ-২০২৪।” ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এই উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহর মাইজদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়। জেলা প্রশাসক ছাড়াও সভা ও শোভায়াত্রায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ ইসমাঈল, সিনিয়র সহকারী কমিশনার জিনাত রেহানা, সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর, সহকারী কমিশনার আহসান হাফিজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসন সূত্রে জানাযায়, ভূমি সেবা সপ্তাহ চলবে আজ ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ সময় ভূমি সংক্রান্ত ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া, মৌজা ম্যাপ, খতিয়ান দেওয়াসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেওয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১