নিজস্ব প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষেনোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জয়াগস্থ গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান কার্যালয়ে নানা কর্মসূচীর আয়োজান করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল গান্ধী স্মৃতি জাদুঘরে প্রাঙ্গনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ।
পরে এক আলোচনা সভা ও বন্যার্ত মানুষের মধ্যে মানাবক কৃষি সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আ গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব রাহা নব কুমার।
উপ-পরিচালক শংকর পালের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন গান্ধী আশ্রম ট্রাস্ট এর কর্মকর্তা খারুজ্জামান খোকন, অসীম কুমার বকসি,মোঃ নুর নবী, গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক নারায়ন দেবনাথ প্রমুখ।সভার শেষে রামধনু পরিবেশন করা হয়।