নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীতে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ বলছে যেখানে যায় সেখানেই মোটরসাইকেল চুরি করে চোর চক্রের সদস্যরাা। গতকাল শনিবার দিবাগত রাতে সদর ও কবিরহাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুলকিয়া গ্রামের আজাদ উদ্দিনের ছেলে ফেরদাউস, একই ইউনিয়নের চর দরবেশ গ্রামের নুর ইসলামের ছেলে মো. নুরুল আমিন (৩৫), একই গ্রামের আনদুল ওহাবের ছেলে আবদুল মালেক (৪০) ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (৩৫)।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করার সময় আসামিদের গ্রেফতার করা হয়েছে। তারা সবাই প্রশিক্ষিত মোটরসাইকেল চোর। যেখানে যায় সেখানেই মোটরসাইকেল চুরি করে তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে আসামিদের জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালীতে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার
- সুবর্ণ প্রভাত
- জুলাই ৭, ২০২৪
- ১:১০ অপরাহ্ণ
