নোয়াখালীতে গণপিটুনি দিয়ে ৪ অস্ত্রধারীকে যৌথবাহিনীর হাতে সোপর্দ,একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নে গণপিটুনি দিয়ে ৪জন অস্ত্রধারীকে যৌথবাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা। আজ শনিবার বিকেলে পূর্ব চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পূর্ব চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা মো. সহিদ (৪৩), জামাল (৪৩), জাবেদ (২৮) ও রিয়াদ (২৮)
আহত অবস্থায় আটককৃত চারজনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সহিদ নামে একজনের মৃত্যু হয়েছে।
জানা যায়, পূর্ব চরমটুয়া ইউনিয়নের মো. আবদুস সহিদ নামের এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এ ছাড়াও তিনি বিভিন্ন মাদকদ্রব্যের পাইকারি বিক্রেতা। তার সাথে আরো তিনজন সহযোগী রয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়।
খবর পেয়ে ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন ইফতেখার আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি পিকআপ এবং পুলিশের একটি পিকআপ নিয়ে যৌথ অভিযানে যায়। সে সময় একটি শটগানসহ তাদেরকে আটক করা হয়। গুরুতর আহত অবস্থায় চার জনকেই ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮ টার দিকে সহিদের মৃত্যু হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বিষয় নিশ্চিত করে বলেন, স্থানীয়রা চারজনকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

2 thoughts on “নোয়াখালীতে গণপিটুনি দিয়ে ৪ অস্ত্রধারীকে যৌথবাহিনীর হাতে সোপর্দ,একজনের মৃত্যু”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮