নোয়াখালীতে শিক্ষার্থীদের উপর হামলা ও অবৈধ অস্ত্র উদ্ধারে দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী সোনাইমুড়ীর বাজরা বাজারে গত চার আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীদের উপর হামলা ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ বুধবার সকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঢাকা-নোয়াখালী হাইওয়ে সড়ক অবরোধ করে এই মানববন্ধন করে তারা।
মানববন্ধন ব্ক্তরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী মো. জনি,মো টিপু ও বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীরন অর রশীদ মিরনের নেতৃত্বে বিভিন্ন বাহিনী দিয়ে সাধারণ মানুষের উপর হামলা, চাঁদাবাজী ও নির্যাতন করে আসছে। অবিলম্বে এই এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে এই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।
নির্যাতনের শিকার জহিরুল ইসলাম বলেন স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ জনি রাতের বেলায় মদ খেয়ে আমাকে হঠাৎ পায়ে মেশিন দিয়ে ঢিল করে পঙ্গু করে দেয়।
নুর হোসেন লিটন জানান, জনি, সাহেদ, জহির, জাবেদ ও ইউসূপ মীর্জার নেতৃত্বে গত ৪ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-ছাত্রীদের উপর হামলার ঘটনায় আমি ভিডিও করায় তারা আমার বাড়ি ঘরে হামলা করে এবং আমাকে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। এই ঘটনায় থানায় মামলা করলে এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি অবিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এই সময় সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, আজাদ হোসেন আজাদ, মো.সাইফুল ইসলাম পাটোয়ারী, মোঃ বেলাল হোসেন, সুখ মিয়া সুমনসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

2 thoughts on “নোয়াখালীতে শিক্ষার্থীদের উপর হামলা ও অবৈধ অস্ত্র উদ্ধারে দাবীতে মানববন্ধন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮