নোয়াখালীতে সেনাবাহিনীর সহায়তায় ১০ থানা ও ট্রাফিক কার্যক্রম শুরু

সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃনোয়াখালীতে সেনাবাহিনীর সহায়তায় নোয়াখালীর সদরের সুধারাম মডেল থানাসহ ১০ টি থানায় আইন শৃঙ্খলারক্ষা ও ট্রাফিক সেবা কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকাল থেকেই জেলার ১০টি থানায় পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন। এসময় সেনাবাহিনী সদস্যদের সহায়তায় থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। অন্যদিকে জেলা শহর শহর বিভিন্ন স্থানে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ এবং থানাগুলোর নিরাপত্তায় এখনো সেনাসদস্যরা নিয়োজিত রয়েছেন।
গত ৫ আগস্ট সারাদেশের বিভিন্ন থানায় হামলার পর থেকে বন্ধ হয়ে যাওয়ার ৭দিন পর নোয়াখালী জেলার ট্রাফিকের কাজ আজ থেকে শুরু করা হয়েছে। সকাল থেকে জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে কার্যক্রম চালু করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, সেনাবাহিনীর সহযোগিতায় থানা কার্যক্রম চালুর পাশাপাশি আজ থেকে মোবাইল টিমগুলো সচল করার চেষ্টা চলছে।
সকাল থেকে জেলা শহর মাইজদীর বিভিন্ন সড়কের ঘুরে ট্রাফিক সদস্যদের কাজ করতে দেখা গেছে। তবে আজও ট্রাফিক সদস্যদের পাশাপাশি বিভিন্ন সড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বিএনসিসি, স্টাউট‘সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
জেলা শহরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সিরাজ উদ দৌলা জানান, আজ থেকে তাদের সকল ইউনিট সড়কে শৃঙ্খংখলা ফেরাতে কাজ করছে। ট্রাফিক কার্যক্রম স্বাভাবিক করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গতকাল রোববার থেকে ৮টি থানায় সেবা কার্যক্রম শুরু হয়েছে। অন্য দুই থানা হামলা ও অগ্নিসংযোগে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত সোনাইমুড়ী ও চাটখিল থানা পুলিশ সীমিত পরিসরে আজ সোমবার থেকে সেনাবাহিনীর ক্যাম্পের পাশে সেবা কার্যক্রম শুরু করেছে ।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১