নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার-১

নোয়াখালী প্রতিনিধি-নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের পর ধর্ষণের অভিযোগে মো.মাসুদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। আজ শনিবার সকালে তাকে গ্রেফতারের পর বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সকালে নিখোঁজ হয় ওই স্কুল ছাত্রী। পরে এ ঘটনায় তার পরিবার সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে । পরে আজ পুলিশ ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত অপহরণকারী মাসুদকে গ্রেফতার করে। পরে ওই ছাত্রীকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতলে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভতি করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় ভূক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে অপহরণের ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। প্রধান আসামি মসিুদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। অন্য আসামিদের গ্রেতারের অভিযান চলছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১