নোয়াখালীতে ৫ লাখ ৯২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিজস্ব প্রতিনিধি:আগামী ১জুন নোয়াখালী জেলার ৯১ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় একযোগে ৫লাখ ৯২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলম্পনা কর্মকর্তা ডা. নাইমা নুসরাত জাবিন এক প্রেস ব্রিফিং এ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান,২ হাজার ২৮৭ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৬৩ হাজার ৭১৩ এবং ১২-৫৯ মাস বয়সী ৫ লাখ ২৮ হাজার ২৮৫ শিশুসহ মোট ৫লাখ ৯১ হাজার ৯৯৮ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সাথে শিশুদের ৬ মাস বয়স পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে জাতিয় ভিটামিন এ+ ক্যাম্পেইনের মধ্য দিয়ে।
ডা. নাইমা নুসরাত জাবিন আরও জানান, নোয়াখালী জেলায় এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ৮৮৮ জন মাঠ কর্মী ও ৪ হাজার ৫৭৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।  এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সোহরাব হোসেন ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন মাহমুদ এবং জেলায় কর্মরত গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮