নিজস্ব প্রতিনিধিঃসৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শনিবার থেকে পবিত্র রোজা পালন শুরু করলেন নোয়াখালী পৌরসভা ও বেগমগঞ্জ উপজেলার চার গ্রামের মানুষ। এসব গ্রামে প্রায় শত বছর ধরে এভাবেই রোজা ও ঈদ পালন হয়ে আসছে।
গ্রামগুলো হচ্ছে,নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর এবং বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর ।
গতকাল শুক্রবার দিবাগত রাতে তারা প্রথম তারাবি ও সাহরী খাওয়ার মধ্যদিয়ে গতকাল থেকে প্রথম রোজা পালন শুরু করেছেন।
জানা গেছে, বড় পীর হযরত সৈয়দ আবদুল কাদির জিলানী (র.)-এর মতাদর্শে কাদেরিয়া তরিকা সম্প্রদায়। কাদেরিয়া তরিকার অনুসারী ওই চার গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর এক দিন আগেই রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন।
নোয়াখালীর চার গ্রামের মানুষ আজ থেকে রোজা রাখলেন
- সুবর্ণ প্রভাত
- মার্চ ১, ২০২৫
- ১:১০ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
