সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃনোয়াখালী জেলার প্রথম এমবিবিএস ডাঃ নুরুজ্জামান চৌধুরী আর নেই। বিার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি আজ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা শহর মাইজদীর হরিনারায়নপুর এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল( ইন্না লল্লাহি — রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি ৩ মেয়ে ও ৯ ছেলেসহ বহু আত্মীয় এবং গুনগ্রাহী রেখে যান।
জেলা শহরের সুনামধন্য ডাঃ নুরুজ্জামান চৌধুরী ১৯৫৬ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ ৪র্থ ব্যাচের ছাত্র ছিলেন। ডাঃ নুরুজ্জামান চৌধুরী সরকারি চাকরি না করে ১৯৫৭ সাল থকে ২০১২সাল পর্যন্ত প্রায় ৫৫ জেলা শহরের নিজ চেম্বারে সাধারন মানুষদের স্বাস্থ্য সেবা দিয়ে সুনাম অর্জন করেন।
মরহুমের তৃতীয় পুত্র নাছিমুল হক জানিয়েছেন, আগামী শনিবার(১৪সেপ্টেম্বর) বাদ আছর জেলা জামে মসজিদ মাঠে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে।
নোয়াখালীর প্রথম এমবিবিএস ডাঃ নুরুজ্জামান চৌধুরী আর নেই
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ১২, ২০২৪
- ৭:৩৪ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে : এ্যানি
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
চাটখিলে বইমেলার উদ্বোধন
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত

1 thought on “নোয়াখালীর প্রথম এমবিবিএস ডাঃ নুরুজ্জামান চৌধুরী আর নেই”
bakırköy elektrikçi SEO optimizasyonu, dijital pazarlama stratejimizi güçlendirdi. http://royalelektrik.com/