নোয়াখালীর প্রবীণ সাংবাদিক রফিজুল হক আর নেই

নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর প্রবীণ সাংবাদিক দৈনিক সংগ্রামের সাবেক নোয়াখালী সংবাদদাতা, চৌমুহনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, চৌমুহনী পৌরসভার সাবেক কাউন্সিলর ও চৌমুহনী বাস মালিক সমিতির সাবেক সভাপতি এম.এম রফিজুল হক (৭৭) আর নেই। তিনি বাধিক্যজনিত নানাহ জটিল রোগে রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি —রাজিউন।
মৃত্যুকালে তিনি স স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ মঙ্গলবার বাদ যোহর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে চৌমুহনী পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।
রফিজুল হকের মৃত্যুতে নোয়াখালী ও চৌমুহনী প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
রফিজুল হক মৃত্যুতে আরোও শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা শাখা আমীর ইসহাক খন্দকার, সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, চৌমুহনী পৌরসভার আমীর জসিম উদ্দিন, সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান ও দৈনিক সংগ্রাম নোয়াখালী জেলা প্রতিনিধি ডাঃ বোরহান উদ্দিন প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১