নোয়াখালীর সাবেক এমপি একরাম চৌধুরীকে কারাগারে প্রেরণ

সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃনোয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহরের খুলশি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।
আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে তাকে নোয়াখালী জেলার চীপ জিুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করা হয়। পরে শুনানী শেষে আদালতের বিচারক জিুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলার কোর্ট ইন্সপেক্টর শাহ আলম বলেন, সাবেক এমপি একরাম চৌধুরীর বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।তার মধ্যে জেলার সুধারাম থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলাসহ রয়েছে। এসব মামলায় সাবেক এমপিকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে র‌্যাব জানায়, গতকাল চট্টগ্রামের খুলশি এলাকার বাসা থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, দুই হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য,একরামুল করিম চৌধুরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নোয়াখালী-৪ আসন থেকে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে তিনি পুনরায় এমপি নির্বাচিত হন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১