নিজস্ব প্রতিনিধিঃ ঝুকিপুর্ণ ২৫০ শয়্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল সড়ক সংস্কার, ফুটপাত উচ্ছেদ ও দালাল মুক্ত হাসপাতালে সেবা দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। আজ সোমবার বিকেলে হাসপাতাল সড়কে নোয়াখালী জেলা শ্রম অধিকার পরিষদের উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নোয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুর রহিমের নেতৃত্বে শ্রমিক অধিকার পরিষদের সদস্য ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই সময় বক্তারা অভিযোগ করে বলেন,প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার যানবাহন ও পথচারী রোগী নিয়ে হাসপাতালে যায়। এই হাসপাতাল সড়কটি এতই ঝুকিপূর্ণ ও গর্ত থাকায় এ্যাম্বুলেন্স ও যানবাহন দূর্ঘটনা ঘটে। এছাড়া হাসপাতাল সড়কে দুই পাশে অবৈধ ফুটপাত থাকায় যানজট লেগেই থাকে এবং সরকারি ও বেসরকারি হাসপাতালে দালাল মুক্ত করে রোগীদের সঠিক সেবা দেওয়ার জন্য জোর দাবি জানান। নচেৎ গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তক্ষেপ করবে।
নোয়াখালী জেনারেল হাসপাতালে ঝুকিপুর্ণ সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ৩০, ২০২৪
- ৯:৫৪ অপরাহ্ণ
![](https://shubornoprovaat.com.bd/whidoape/2024/09/Noakhali-Pic-77-1024x768.jpeg)
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
![](https://shubornoprovaat.com.bd/whidoape/2021/06/Ad.-Royal-Hospital-300x152.jpg)