নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে হৃদরোগে আক্রান্ত হয়ে সদর উপজেলার কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সমিতির জেলা সভাপতি এবং বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের উপ আঞ্চলিক কমিশনার মনির উদ্দিন ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি—-রাজিউন)।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতি সূত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার নবাগত জেলা শিক্ষাকর্মকর্তা ইসরাত নাসিমা হাবিব এর সাথে শিক্ষক সমিতির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ অনুষ্ঠান চলার এক পর্যায়ে মনির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তার সহকর্মীরা তাকে শহরের একটি প্রাইভেট নিয়ে গেলে কর্তব্যরত চিকিসিক মৃত ঘোষনা করেন।
প্রধান শিক্ষক মনির উদ্দিনের আকস্মীক মৃত্যুতে তার সহকর্মীদের মাঝে শোকে ছায়া নেমে আছে।
নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে অসুস্থ হয়ে প্রধান শিক্ষক মনির উদ্দিনের মৃত্যু
- সুবর্ণ প্রভাত
- ফেব্রুয়ারি ২৭, ২০২৫
- ৮:২৭ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
