নিজস্ব প্রতিনিধিঃবর্ণাঢ্য আয়োজনে নোয়াখালী পুলিশ লাইন্সে প্রথমবারের মতো পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে পান্তা ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নোয়াখালী জেলা পুলিশ।
আজ রোববার এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান । এ সময় পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির প্রধান উৎসব। সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা পহেলা বৈশাখ পালন করি।এটি আমাদের প্রাণের উৎসব।
অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী সৈয়দা রওশন জাহান,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, পুনাকের সাধারণ সম্পাদিকা, তাহিয়া তামান্না, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল)নিত্যানন্দ দাশ। এসময় জেলা ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।