নোয়াখালী পৌর এলাকা থেকে ইয়াবাসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়া থেকে ২০০ পিস ইয়াব ট্যাবলেটাসহ নাজমা আক্তার(৪০) নামের এক নারীকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নাজমা একাধিক মাদক মালার আসামি। সে মাষ্টার পাড়ার সিরাজ মঞ্জিলের ভাড়াটিয়া নুর নবীর স্ত্রী। আজ শুক্রবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন,গ্রেফতারকৃত নাজমা মাষ্টার পাড়ার সিরাজ মঞ্জিলে ভাড়া থাকে। ওই বাসা থেকে সে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। নাজমাকে আটক করে দেহ তল্লাশি করে তার কোমরে স্যালোয়ারের ভিতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০