সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃগত ২৪ ঘন্টায় টানা ভারী বর্ষণে হাঁটু পানিতে নিমজ্জিত হয়েছে নোয়াখালীর জেলা শহর মাইজদীর অফিস -আদালত, বাসা-বাড়ি ও রাস্তাঘাট। শহরের আশি ভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লাখো মানুষ চরম দূর্ভোগের মধ্যে পড়েছে। শহরের পানি নিস্কাসনের প্রধান পথগুলো অবৈধভাবে দখল ও নালা নর্দমাগুলে পরিস্কার না থাকায় শহরবাসির এ দূরাবস্থার কারন হয়ে দাঁড়িছে। অবৈধভাবে দখল হয়েছে আছে শহরের প্রধান সড়কে গণপূর্ত অফিস সংলগ্ন, জোনাকি ক্লাব, পৌরবাজার ড্রেইন, বকসিমিজির খালসহ বিভিন্ন গুরুত্বপূর্ন ড্রেইন ও সংযোগ খাল সমূহ।
টানা ভারী বর্ষণে বিশেষ করে শহরের পুলিশ সুপার, সিভিল কার্যালয়,মেডিকেল এস্টেন্টড স্কুল, সরকারী বালিকা বিদ্যালয়, নোয়াখালী কলেজ, জেলা জজ আদালত, সরকারি মহিলা কলেজ, বকসিমিজি, আবহাওয়া অফিস, জেলা মৎস্য অফিস সড়কসহ বিভিন্ন সড়ক এবং লক্ষীনারায়নপুর, কৃষ্ঞারাম,ফকির পুর, হরিনারায়নপুর ,নোয়াখালী পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের বাসা বাড়ি, বাজার ও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মাঠ হাটু পানিতে ডুবে গিয়ে জলবন্ধতা সৃষ্টি হয়েছে।
নোয়াখালী সরকারি মহিলা কলেজ সড়ক
জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল সোমবার বিকাল ৩টা থেকে আজ মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। জেলায় বৃষ্টি অব্যাহত রয়েছে। ভারী বর্ষণ অব্যহত থাকায় শ্রমজীবী-কর্মজীবী, অফিসগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীর চরম ভোগান্তির মধ্যে পড়ে।
নোয়াখালীর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া বলেন, শহরের পানি নিস্কাশনে এবং অবৈধ দখল উচ্ছেদে আমারা কাজ করছি।
নোয়াখালীর পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, সরকারি অফিসসহ বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে সাময়িকভাবে এটি হয়েছে। ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে। আশা করা করছি ২/১দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে।