নোয়াখালী সদরের জালিয়ালে শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি :‘সহস্র নক্ষত্রের আলোয় উজ্জ্বল হোক জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোকিত সমাজ ও মানুষ গড়ে তুলতে নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন ‘আপনজন’। আজ শনিবার সকালে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শিল্পপতি ও সমাজসেবক আনোয়ারুল আজিম লিটনের সভাপতিত্বে এ অনুষ্ঠাানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট  ব্যবসায়ী গোলাম জিলানী দিদার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মঞ্জুরুল করিম, উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী শরীফ উল্লাহ বাহার, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বাবলু। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন ‘আপনজন’ এর সদস্যগন উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে আলোকিত সমাজ গঠনের শপথ নেয় শিক্ষার্থীরা। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে উত্তোরণ, ক্রেস্ট ও গাছের চারা’সহ বিভিন্ন সামগ্রী উপহার তুলে দেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১