বিশেষ প্রতিনিধিঃনোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামে ফসলি জমি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করার অপরাধে মো. মুজিবুল হক (৪৫) ও সাহাব উদ্দিন (৩৫) নামের দুই ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ বিন আখন্দ।
দণ্ডিতরা হলেন, কালাচাঁদপুর গ্রামের ছিদ্দিক উল্যাহর ছলে মুজিবুল হক ও এওজবালিয়া ইউনিয়নের মৃত আবদুর রব চৌধুরীর ছেলে সাহাব উদ্দিন।
আদালতের বিচারকমো. বায়েজীদ বিন আখন্দ জানান, জমির এক মালিক মুজিবুল হক ও অপর মালিক সাহাব উদ্দিন ফসলি জমির মাটি কেটে বিক্রি করেন। এতে করে নিজদের ফসলি জমি ধ্বংস হচ্ছে এবং পাশাপাশি প্রতিবেশীর ফসলি জমির ক্ষতির করছে। এ অপরাধে দুইজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। পরে
দণ্ডিতদের সুধারাম মডেল থানা পুলিশের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরন করা হয়। ঘটনাস্থলে প্রাপ্ত উত্তোলিত বালু বিধি মোতাবেক নিলামের উদ্দেশ্যে জব্দ করা হয়েছে। অভিযানকালে সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।