নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৫ নং ওয়াডের বানিয়াগো সমাজ গ্রামে নলকূেপর পাশ থেকে গর্ভস্থ প্রাকৃতিক গ্যাস বের হয়ে আসছে । এ গ্যাস দিয়ে গত চার মাস ধরে ওই গ্রামের মুরগী ব্যাপরী ফারুকের বাড়িতে নলকূপের পাশে চুলা বসিয়ে নিয়মিত রান্না করছেন তার পরিবার। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে উৎসুক মানুষ তা দেখতে প্রতিদিন ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।
ফারুক ব্যাপারি জানান, ‘গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য বাড়িতে দুই বছর আগে একটি অগভীর একটি নলকূপ বসালে পানি না উঠায় পরবর্তীতে গত বছর নতুন করে একটি গভীর নলকূপ বসাই। সেখানে পাইপ সংযোগ করার সময় দিয়াশলাইয়ের আগুন লাগালে পানির মধ্যে আগুন ধরে যায়। এটিকে স্বাভাবিক ঘটনা মনে করে নলকূপ বসানো হয়। পরে বাড়ির ছোট ছোট বাচ্চারা নলকূেপর পাশে একটি গর্ত করে আগুন দিয়ে রান্না শুরু করে। আমি তা দেখে সেই ওই গর্ত বন্ধ করার চেষ্টা করি, কিন্তু ওই গর্তে বালু দেওয়া হলে তা তলিয়ে যায়। একপর্যায়ে আমি একটি স্ল্যাব বসিয়ে চুলা রাখি এবং গত চার মাস ধরে নিয়মিত রান্না করছি। তবে রান্নার কাজে যখন আমাদের গ্যাস প্রয়োজন, তখনই ব্যবহার করি। রান্না শেষে চুলা বন্ধ করলেও নিয়মিত গ্যাস বের হচ্ছে। এতে এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল মতিন জানান, ‘এভাবে গ্যাস দিয়ে রান্না করা আসলে বিপজ্জনক, যেকোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ হতে পারে। তাই আমাদের দাবি, দ্রুত এখানে খনন করে পরীক্ষা করা হোক। যদি গ্যাস পাওয়া যায়, তাহলে রাষ্ট্রীয়ভাবে গ্যাসের সংকট কিছুটা হলেও কমবে।’
আজ বৃহস্পতিবার এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, বিষয়টি জেনেছি। আমরা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট দপ্তরের লোকজন সহসা আসবেন ।
নোয়াখালী সদরে নলকূপের গ্যাস থেকে চার মাস ধরে চলছে রান্না
- সুবর্ণ প্রভাত
- ফেব্রুয়ারি ৬, ২০২৫
- ৪:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
