নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের প্রবাসী কল্যাণ ট্রাষ্টের উপদেষ্টা ও ভাটিরটেক এলাকার হাফেজ জহিরের জানাজায়
তার পরিবারের সদস্য ও তার আরেক প্রবাসী ভাই তাদের বড় ভাইয়ের বিরুদ্ধে সম্পতি আত্মসাতের অভিযোগে উপস্থিত লোকজনের কাছে বিচার দাবি করে।
আজ শনিবার বিকেলে মরহুমের জানাজায় তার বড় ভাই গিয়াস উদ্দিন মাষ্টারের বিরুদ্ধে সম্পত্তি থেকে বঞ্চিত আরেক ভাই কুয়েত প্রবাসী ফখরুল ইসলামসহ পরিবারের সদস্যরা স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর কাছে বিচারের দাবি ও সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন। একই ভাবে ধর্মপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাষ্টের সদস্যরা বড় ভাইয়ের বিচার দাবি ও সম্পত্তি উদ্ধারের আবেদন জানিয়েছেন। এসময় জানাজা শেষে হাফেজ জহিরকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।
ভাটিরটেক গ্রামের কুয়েত প্রবাসী হাফেজ জহিরের জানাজা চলাকালে পরিবাক্রমে তাদের বড় ভাই গিয়াস উদ্দিন মাষ্টার ও তার স্ত্রীর নামে শর্ত সাপেক্ষে বন্দোবস্ত নেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে গিয়াস উদ্দিন মাষ্টার পিতার সম্পত্তি রক্ষা করতে গিয়ে বঞ্চিত করেন অন্য সকল ভাই বোনদের। এ সম্পত্তি রক্ষার জন্য বড় ভাইকে বিদেশ থেকে কুয়েত জহির ও ফখরুল ইসলাম বিভিন্ন সময়ে অনেক টাকা দিয়েছেন। গিয়াস উদ্দিন নিজেই অন্য ভাই বোনদের অংশ বুঝিয়ে না দিয়ে নিজের নামে রেজিষ্ট্রি ও রেকর্ড করে নেন এবং সর্বশেষ পিতার রেখে যাওয়া পৈত্রিক বাড়ি থেকে উচ্ছেদের মামলা করেন।
মরহুমের ভাই কুয়েত প্রবাসী ফখরুল ইসলাম বলেন, বড় ভাই গিয়াস উদ্দিন মাষ্টার আমাদের তিন ভাই ও দুই বোনের সম্পত্তি রেজিষ্ট্রি করে না দিয়ে নিজেই আত্মসাৎ করে এবং পিতার পৈত্রিক বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ পাঠায়। এ কারনে আমার ভাই জহিরের সাথে বাকবিতন্ডা হয় এবং বড় ভাইয়ের এহেন আচরনের কারণে তিনি কুয়েতে ষ্ট্রোক করে মারা যান গত ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রাতে। নিহতের দুই সন্তান রয়েছে। দীর্ঘ ২৮ বছর কুয়েত প্রবাসী হিসেবে প্রবাসে ছিলেন তিনি। তারা পিতার সম্পত্তি উদ্ধার ও বিচার দাবি করছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের কাছে।
এ সময় জানাজায় উপস্থিত ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছিদ্দিকুর রহমান সাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেত নজির আহম্মদ, মোস্তফা মিয়া, মিরাজ উদ্দিন, হাফেজ মহিউদ্দিন মেম্বার, রিপন মেম্বার, নিজাম মেম্বার ও ধর্মপুর প্রবাসী কল্যাণ ট্রাষ্টের উপদেষ্টা মেহেরাজ উদ্দিনসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয় চেয়ারম্যান জানান, আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে বড় ভাই থেকে সম্পত্তি উদ্ধারের বিষয়টি সমাধান করা হবে।
নোয়াখালী সদরে প্রবাসীর জানাজায় বড় ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের বিচার দাবি
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ৯, ২০২৩
- ১০:৩৮ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
সোনাইমুড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন
•
ডিসেম্বর ১৪, ২০২৪
শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা
•
ডিসেম্বর ১৪, ২০২৪
সেনবাগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪
নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪