নোয়াখালী সদরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

নিজস্ব প্রতিনিধিঃপ্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যেগে মৌসুমী উফশী আউশ বৃদ্ধির লক্ষ্যে ৬শত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজসহ কৃষি প্রনোদনা বিতরন করা হয়েছে। এই উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা হল রুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোশরেফুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে সদর উপজেলার প্রকৌশলী আবুল মনছুর আহম্মদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ও উপজেলা মৎস্য কর্মকর্তা মানষ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ সহ কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ২০২৩-২৪ অর্থবছরে সাড়ে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রনোদনা বিতরণ করা হবে জানান সদর উপজেলা কৃষি কর্মকর্তা ।

শেয়ার করুনঃ

4 thoughts on “নোয়াখালী সদরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১