নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃতৃতীয় ধাপে নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রির্টানিং কর্মকর্তা প্রার্থীদের উপস্থিতিতে তাদের প্রতীক বরাদ্দ দেন।
বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল ।
রির্টানিং কর্মকর্তা সূত্রে জানাযায়, এ তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনের সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ প্রতিদ্বন্দ্বি প্রাথী । তারা হলেন, একেএম সামছুদ্দীন জেহান (আনারস), এমএইচ শওকত রেজা চৌধুরী আরমান (কাপ-পিরিচ), নাজিম উদ্দিন( দোয়াত-কলম)ও নুর আলম ছিদ্দীকী রাজু মোটর সাইকেল)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন, ইকবাল হোসেন আরজু(টিয়া পাখি), কাজী জানিয়াত হোসেন(উড়োজাহাজ), মোহাম্মদ ইয়াসিন(তালা), মোহাম্মদ নুর হোসাইন(বই), মোহাম্মদ আসাদুজ্জামান(চশমা) ও মো সিরাজুল ইসলাম(মাইক)।
ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে ৩ জন প্রার্থী হলেন, জান্নাতুল ফেরদৌস মুক্তা(ফুটবল), নিলুফার মমিন(কলস) ও শাহীন আক্তার সেলাই মেশিন)। মোট প্রার্থীা -১৩ জন।
বেগমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ প্রতিদ্বন্দ্বি প্রাথী । তারা হলেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন(আনারস), মো. আকতারুজ্জামান আনছারী(টেলিফোন),মো. শাহেদ শাহারিয়ার(দোয়াত- কলম) ও সাহাব উদ্দিন(ম্টের সাইকেল)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন, নাজমুল হোসেন শিহাব(চশমা),মো. আলা উদ্দিন(তালা)ও মো. মশিউর রহমান( মাইক)।
ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন, আবিদা সুলতানা(পদ্ম ফুল),বিবি রহিমা আরজু(বৈদুতিক পাখা), মাহমুদা বেগম(ফুটবল) ও সাজেদা আক্তার (কলস)। মোট প্রার্থী ১১ জন।
কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী । তারা হলেন, ওমর আলী(মোটর সাইকেল), মিজানুর রহমান বাদল(দোয়াত –কলম) ও মোহাম্মদ গোলাম শরীফ চোধুরী(আনারস)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন, মামুন হেসেন(তালা) ও মুহাম্মদ জসিম উদ্দিন(চশমা ।
ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে ২জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন, পারভীন আক্তার(ফুটবল) ও ফাতেমা বেগম (প্রজাপ্রতি) । মোট প্রার্থী-৭ জন।
এদিকে আজ সোমবার প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা স্ব-স্ব উপজেলায় তাদের পক্ষে ভোটের প্রচারনা শুরু করেছেন। আগামী ২৯ মে বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১