নোয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ছাত্রাবাস বন্ধ ঘোষণা

নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যম্পাসে

নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। সংঘর্ষে কলেজ ছাত্রলীগের সভাপতিসহ উভয় প্রুপের কমপক্ষে চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন, কলেজ ছাত্রলীগের সভাপতি আবু নাঈম ওরফে তানিম, ছাত্রলীগ কর্মী মো. জিসান, মো. শুভ ও মো. সানি।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে। রাত ৯টার মধ্যে বিভিন্ন শ্রেনির এ ছাত্রাবাসের শিক্ষার্থীদের ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে হাতিয়া উপজেলার শিক্ষার্থীরা আজ শনিবার সকাল ৮টার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কলেজ অধ্যক্ষ সালমা আক্তার বলেন, ছাত্রলীগের দুই গ্রুপ মারমুখি অবস্থানে রয়েছে। পরিস্থিতি সামাল দিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রাবাস বন্ধ থাকবে।
সংঘর্ষের খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেনের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যম্পাসে পুশি মোতায়েন ছিল। পরিস্থিতি থমথমে রয়েছে।
জানাযায় , কলেজ ছাত্রলীগের নতুন কমিটির উদ্যোগে অধ্যাপক আবুল হাসেম ছাত্রাবাসের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে সন্ধ্যায় একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে ছাত্রলীগ সভাপতি আবু নাঈম সভার প্রস্তুতি দেখতে যান। ওই সময় কলেজে এলাকার ছাত্রলীগের সাবেক কয়েক নেতা-কর্মি তার ওপর হামলা চালালে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের বিষয়ে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, কলেজের পুরোনো ক্যাম্পাস ছাত্রাবাসে ছাত্রলীগের মতবিনিময় সভা ছিল। এ নিয়ে দুই প্রুপের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১