খন্দকার রুহুল আমিন নির্বাচন করতে পারবেন না-
সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃ নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিনের প্রার্থিতা বাতিল আদেশ বহাল রেখেছেন উচচ আদালত। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকায় কারনে নির্বাচন কমিশনকে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ রুহুল আমিনের আবেদন খারিজ করে দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী, আজাহার উল্লাহ ভূঁইয়া ও ইমাম হাছান। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ এবংখন্দকার রুহুল আমিনের পক্ষে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির ও এবিএম আলতাফ হোসেন।
রিট আবেদনকারীর আইনজীবী আজাহার উল্লাহ ভূঁইয়া জানান, আপিল বিভাগের এ আদেশের ফলে খন্দকার রুহুল আমিন নির্বাচন করতে পারবেন না।
জানাযায়,যুক্তরাষ্ট্রের নাগরিক তথা বিদেশি নাগরিকত্বের তথ্য গোপন করে খন্দকার রুহুল আমিন নোয়াখালী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন । এই অভিযোগ করে ১৯ ডিসেম্বর হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন শফিকুর রহমান নামের এক ব্যক্তি। ওই পিটিশন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিনের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ তদন্ত করে ২৭ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে দাখিলের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়।
সেই রিট পিটিশনের নির্দেশনা অনুসারে তদন্ত কার্যক্রম শেষ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযোগকারী শফিকুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিনকে উপস্থিত থাকতে বলা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে খন্দকার রুহুল আমিন ২৮ মার্চ সিঙ্গাপুরে যান। বিষয়টি নজরে আসায় তদন্তের নির্দেশনা দেন হাইকোর্ট। নির্বাচন কমিশনও ইমিগ্রেশন রিপোর্ট খতিয়ে দেখছে।